গ্রামবাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাবি শিক্ষার্থীরা

|

গ্রামবাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাবি শিক্ষার্থীরা

গেরুয়া গ্রামবাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে হামলার অভিযোগে গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।

এছাড়াও আজকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হল খুলে দেয়ার আল্টিমেটাম দেন তারা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০টি হলের তালা ভেঙে ফেলেন। তারা গেরুয়া গ্রামের দিকের গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়ারও দাবি করেন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানায়। অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply