কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

|

কুমিল্লা ব্যুরো :

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিরশানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে দু’জন আরোহী দ্রুতগতিতে যাচ্ছিলো। এ সময় চৌদ্দগ্রাম মিরশানী এলাকায় পৌঁছালে পাশের সংযোগ সড়ক থেকে একটি মাটিবাহী ড্রামট্রাক মহাসড়কে উঠার সময় মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী দু’জন ছিটকে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ী দু’জনকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply