মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিজ বসতঘর থেকে শাহ আলম (২৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাও গ্রাম থেকে মরদেহ উদ্ধার পর দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত শাহ আলম স্থানীয় মৃত নজরুল ইসলামের ছেলে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, চারকক্ষ বিশিষ্ট বাসার নিজ কক্ষ থেকে শাহ আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশের কক্ষে পরিবারের বাকি সদস্যরাও ছিল। লাশের গায়ে আঘাতের চিহ্ন ছিল। তদন্ত চলছে, এখনি বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply