গাজীপুরে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল ও গোলাবারুদ উদ্ধার

|

গাজীপুরের শরীফপুর এলাকার মণ্ডল বাড়ির মাটির নিচ থেকে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল ও গোলাবারুদ থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায় শনিবার দুপুরে মণ্ডল বাড়ি এলাকার সানাউল্লাহ হাজীর ছেলে মোজাম্মেল হক জমিতে কৃষি কাজ করতে যান। জমির মাটি খুঁড়তে গিয়ে লোহা জাতীয় কিছু কোদালের স্পর্শ করে।

পরে মাটির নিচ থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একে একে ৫টি মর্টার শেল ও দশটি গোলাবারুদ বের হয়ে আসে। এসময় মর্টার শেল ও গোলাবারুদ দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply