‘শুধু ভারতেই রয়েছে ৭ হাজার ৫৬৯ রকম ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস’

|

'শুধু ভারতেই রয়েছে ৭ হাজার ৫৬৯ রকম ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস'

শুধু ভারতেই রয়েছে ৭ হাজার ৫৬৯ রকম ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। হায়াদ্রাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি- সিসিএমবি (CCMB) প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিককালে এতো কম সময়ে এতো হাজার রূপে বিবর্তিত একমাত্র জীবাণু নোবেল করোনাভাইরাস। শুধু সিসিএমবি বিজ্ঞানীরাই এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি নতুন প্রজাতির করোনাভাইরাসের জিনোম বিশ্লেষণ করেছেন।

দেখা গেছে, বিশেষ করে ভারতের দক্ষিণাঞ্চলে সুনির্দিষ্ট কয়েকশ প্রজাতির করোনার সংক্রমণ বেশি।

সিসিএসবি’র পরিচালক ড. রাকেশ মিশ্র জানান, পর্যাপ্ত ডিএনএ সিকোয়েন্সিং হয়নি বলে ভারতে নতুন প্রজাতির করোনার প্রাদুর্ভাব আলোচনায় আসছে না।

যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় ভিন্ন বৈশিষ্ট্যের করোনার সংক্রমণ প্রথম নিশ্চিত করেন বিজ্ঞানীরা, যা কোভিড নাইনটিনের চেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply