টিকাবিরোধী বিক্ষোভের মধ্যেই করোনার টিকাদান শুরু করলো অস্ট্রেলিয়া

|

টিকাবিরোধী বিক্ষোভের মধ্যেই করোনার টিকাদান শুরু করলো অস্ট্রেলিয়া

দেশজুড়ে টিকাবিরোধী বিক্ষোভের মধ্যেই করোনার টিকাদান শুরু করলো অস্ট্রেলিয়া।

রোববার সকালে, সিডনির একটি প্রবীণ নিবাসে ৮৪ বছর বয়সী এক নারীকে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। এরপরই টিকা নেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এদিকে মার্চের মধ্যে ৪০ লাখ মানুষকে করোনার টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে অস্ট্রেলীয় সরকারের। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, প্রবীণ জনগোষ্ঠী ও তাদের দেখভালকারী এবং সীমান্তরক্ষীরা।

এর আগে মেলবোর্ন, সিডনি এবং ব্রিসবেনসহ বেশ কিছু শহরে টিকার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন বিরোধীরা। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করেই সাধারণ মানুষের ওপর টিকা প্রয়োগের অভিযোগ বিক্ষোভকারীদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply