ভূমধ্যসাগর থেকে কমপক্ষে ৪৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড ও পুলিশ। আর কেউ জীবিত রয়েছেন কিনা, সেই সম্ভাবনায় এখনো অভিযান চলছে।
শনিবার, ল্যাম্পাডুসা থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে দুর্ঘটনায় পড়ে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি। কিছুক্ষণের মধ্যেই কোস্টগার্ডের টহল নৌকা ৪০ জনকে উদ্ধার করে। বাকি ৭ জনকে খুঁজে পায় পুলিশের নৌযান। রাতের এ অভিযানে সাহায্যপ্রার্থীদের চিৎকারে লাইফ জ্যাকেট ও বয়া ছুঁড়ে মারেন উদ্ধারকর্মীরা।
পরবর্তীতে হেলিকপ্টারের সহায়তায় তাদের উপকূলে নিয়ে আসা হয়। তিউনিসিয়া-লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীদের কাছে ভূমধ্যসাগর সবচেয়ে জনপ্রিয় রুট।
ইউএইচ/
Leave a reply