রাজবাড়ী প্রতিনিধি:
দেশের বৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লীর পিছিয়ে পড়া বাসিন্দাদের বিনা খরচে দিনব্যাপী মেডিকেল সেবা দিয়েছে উত্তরণ ফাউন্ডেশন। এ সময় চিকিৎসা গ্রহণকারীদের বিনামূল্যে ওষুধও দেয়া হয়।
রোববার সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া মুক্তি মহিলা মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প শুরু হয়।
এতে উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এম এম মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ঢাকা কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অবস) ডাঃ আনহারুল রহমান ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অবশ) ডা. জেবুন নেছা খুশিসহ আরও দুই জন মেডিকেল অফিসার।
Leave a reply