জাতিসংঘের পরিদর্শকদের সীমিত পরিসরে পরমাণু কর্মসূচি পরিদর্শনের সুযোগ দেবে ইরান। রোববার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- IAEA’র প্রধান রাফায়েল গ্রসি নিশ্চিত করেন এ তথ্য।
তিনি জানান, তিনমাসের জন্য তেহরানের কার্যক্রম পর্যবেক্ষণের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দু’পক্ষ। অন্যান্য দেশের সাথেও আলোচনার পথ তৈরি হয়েছে বলে আশাবাদ জানান তিনি।
গ্রসি বলেন, তেহরানে আন্তর্জাতিক তদন্তকারী দলের সদস্য সংখ্যা একই থাকলেও কার্যক্রমে কিছুটা পরিবর্তন আসবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি।
ইরানি নেতাদের সাথে জরুরি বৈঠকে রোববার তেহরান সফর করেন IAEA’র প্রধান। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ঘোষণা দেন, পরিদর্শনের অনুমতি পেলেও পরমাণু কেন্দ্রের ছবি তোলা থেকে বিরত থাকতে হবে IAEA-কে।
ইউএইচ/
Leave a reply