বিয়ে নিয়ে প্রতারণা থেকে বাঁচতে নাসিরের স্ত্রীর সাবেক স্বামীর লিগ্যাল নোটিস

|

প্রতারণার হাত থেকে বাঁচাতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী ভুক্তভোগী রাকিব হাসানসহ আরও তিন ব্যক্তি ও একটি সংগঠনের পক্ষ থেকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশ প্রেরণকারী অন্যরা হলেন, এইড ফর ম্যান ফাউন্ডেশন নামে একটি সংগঠন ও ভুক্তভোগী সোহাগ হোসেন ও কামরুল হাসান।

উল্লেখ্য, গেল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মিকে ঘটা করে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। তবে বিয়ের কয়েকদিন পরেই তামিমার আগের স্বামী রাকিব হাসান উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন। সেখানে রাকিব হাসান দাবি করেন তামিমা সুলতানা শবনমের সাথে তার ১১ বছরের সংসার ও তাদের ৮ বছরের একজন কন্যা সন্তানও রয়েছে। এছাড়া পূর্বের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন বলেও দাবি করা হয়।

এই বিষয় নিয়ে যমুনা নিউজে ২০ ফেব্রুয়ারি (বিয়ে নিয়ে নতুন বিতর্কে নাসির; ডিভোর্স ছাড়াই স্বামী-কন্যাকে ফেলে এসেছেন স্ত্রী তামিমা!) এই শিরোনামে প্রকাশিত হয় একটি প্রতিবেদন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply