সন্তানের সামনেই প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

|

বরিশাল ব্যুরো:

বরিশালে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১৫ সালের ২৮ জানুয়ারি সন্তানের সামনে ওই নারীকে ধর্ষণ করে দণ্ডপ্রাপ্ত আইউব খন্দকার। সে উজিরপুর উপজেলার আফতাব খন্দকারের ছেলে।

সোমবার আসামির উপস্থিতিতে রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, বাঁক প্রতিবন্ধী নারীর বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো প্রতিবেশী আইউব। ২০১৫ সালের ২৮ জানুয়ারি বিকেলে ঘরে একা পেয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে আইউব। বাড়ি ফিরে সেই দৃশ্য দেখতে পান তার ছেলে শ্যামল মণ্ডল। এসময় আইউবকে আটকানোর চেষ্টা করলে, সে দৌঁড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পর দিন ২৯ জানুয়ারি উজিরপুর থানায় মামলা দায়ের করেন ছেলে শ্যামল মণ্ডল। একই বছরের ২৯ সেপ্টেম্বর আইউবের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply