বিশ্বব্যাপী করোনায় কমেছে প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ।
দিনে সর্বোচ্চ ৫২ হাজার সংক্রমণ এবং সাড়ে ১২শ’ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫ লাখ। সোমবার দিনের দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলে মারা গেছে ৭শ’ মানুষ। আর ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালিতে তুলনামূলক কমেছে সংক্রমণ এবং মৃত্যুর হার।
এদিকে, এখন পর্যন্ত করোনায় বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ২৪ লাখ ৮৪ হাজারের বেশি। এছাড়া করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১১ কোটি সাড়ে ২২ লাখের মতো মানুষের।
ইউএইচ/
Leave a reply