লিবিয়ায় পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে। সোমবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুফরা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের।
স্থানীয় প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোপন ক্যাম্প থেকে নারী ও শিশুসহ উদ্ধার করা হয়েছে ১৫৬ জনকে। যার সবাই সোমালিয়া, ইরিত্রা, সুদানসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এ ঘটনায় আটক করা হয়েছে ৬ পাচারকারীকেও।
পুলিশ বলছে, অবৈধ পন্থায় ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে জিম্মি করে রাখা হতো অভিবাসনপ্রত্যাশীদের। এর পর নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ।
ইউএইচ/
Leave a reply