মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপোর স্ত্রী গ্রেফতার

|

মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপো গুজম্যানের স্ত্রী ইম্মা ক্রোনেলকে গ্রেফতার করেছে মার্কিন প্রশাসন। মাদক পাচারের মামলায় ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক মাদক চোরাকারবারের সাথে তার যোগসাজশ রয়েছে। এছাড়া, হেরোইন, কোকেন ও ইয়াবার মতো মাদক বিভিন্ন রুটে ছড়িয়ে দেয়ার মতো সুনির্দিষ্ট অভিযোগ আছে ৩১ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে।

তার স্বামী এল চ্যাপো মেক্সিকোর শীর্ষ মাফিয়া। তার নেতৃত্বে এখনও সক্রিয় রয়েছে বিশাল গ্যাং। হত্যা, কয়েক টন মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ২০১৯ সাল থেকে কারাভোগ করছেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply