খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ে পাহাড়ের মাটি চাপা পড়ে মিজানুর রহমান নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রামগড় উপজেলার সম্প্রু পাড়া এলাকার ফরিদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বাড়ির পাশের পাহাড়ি টিলা থেকে মাটি কেটে জমিতে নিচ্ছিলেন মিজানুর রহমান। বেলা ১১টার দিকে নিচের মাটি সরানোর সময় টিলার উপরের অংশের মাটি পড়ে মিজানুরের উপর।
এসময় তার পরিবারের সদস্যরা মাটি সরিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মাটি কাটার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a reply