ব্রাজিলে ব্যাপক বৃষ্টি ও বন্যার কারণে অ্যাক্রে রাজ্যে জারি করা হলো জরুরি অবস্থা। ক্ষতিগ্রস্ত দেড় লাখের কাছাকাছি মানুষ।
পেরু সীমান্তের কাছেই রাজ্যেটির অবস্থান। বন্যায় দু’দেশের নদীগুলোর পানি উপচে জলাবদ্ধ সড়ক, ঘরবাড়ি। সেখানকার ৬ হাজার মানুষ রয়েছেন আশ্রয়কেন্দ্রে। প্রায় ৯ লাখ অধিবাসীর রাজ্যটি বরাবরই পিছিয়ে পড়া। কোভিড নাইনটিন এবং ডেঙ্গুতে জ্বরাগ্রস্ত এলাকাটি।
এদিকে এলাকাটিতে করোনা মহামারিতেই মারা গেছেন সাড়ে ৯শ’ মানুষ; আক্রান্ত ৫৫ হাজারের বেশি।
Leave a reply