সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অসম্মান করার অপচেষ্টা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করা। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার সকালে প্রেসক্লাবে বিজেপি’র এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, জিয়ার খেতাব কেড়ে নেওয়ার প্রস্তাব যারা করছে, তাদের সেই অধিকার নেই। যারা শেখ মুজিব হত্যার পর সমর্থন দিয়েছিলো তারাই আজ সরকারের ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, সরকার নির্বাচিত নয় বলে দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই।
Leave a reply