মিয়ানমারের অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান ইইউ’র এই সিদ্ধান্তের কথা। বলেন, শিগগিরই সামরিক কর্মকর্তারা পড়বেন নিষেধাজ্ঞার আওতায় এবং সেনা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথেও বন্ধ হবে লেনদেন।
তবে মিয়ানমারের উন্নয়ন প্রকল্প এবং জনসাধারনের স্বার্থে বরাদ্দকৃত তহবিল বন্ধ করবে না ইইউ। অব্যাহত থাকবে বাণিজ্যিক কার্যক্রম।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপরই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র-ব্রিটেন-কানাডা ও নিউজিল্যান্ড।
Leave a reply