টেক্সাসে ঠাণ্ডার তীব্রতা কমায় সমুদ্রে ফিরিয়ে দেয়া হলো হাজার হাজার কচ্ছপ

|

টেক্সাসে ঠাণ্ডার তীব্রতা কমায় সমুদ্রে ফিরিয়ে দেয়া হলো হাজার হাজার কচ্ছপকে। মঙ্গলবার স্থানীয় প্রাণীরক্ষা বিভাগের উদ্যোগে নেয়া হয় এ পদক্ষেপ।

গেলো সপ্তাহের তীব্র তুষারপাতে সবকিছু বরফে পরিণত হওয়ায় সাউথ পাদ্রে উপকূলে উঠে আসে প্রায় ২৫ হাজার সামুদ্রিক কচ্ছপ। প্রাণীগুলোকে স্থানীয় কনভেনশন সেন্টারের উষ্ণ জলাধার এবং কক্ষে রাখা হয়। কিন্তু উদ্ধারের আগেই অনেকগুলো নিরীহ প্রাণী মারা যায়। বর্তমানে রাজ্যটির তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় ধাপে ধাপে কচ্ছপগুলোকে ছাড়া হচ্ছে মেক্সিকো উপকূলে।

শেষবার ২০১০ সালে ঠাণ্ডার প্রকোপে মারা যায় বহু সামুদ্রিক কচ্ছপ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply