Site icon Jamuna Television

ইউরোপে রেকর্ড ২৩ টন কোকেইন জব্দ

ইউরোপে জব্দ হলো পাচারকৃত এযাবৎকালের সবচেয়ে বড় মাদকের চালান। বুধবার পৃথক অভিযানে উদ্ধার হয় ২৩ টন কোকেইন।

১২ ফেব্রুয়ারি থেকে চোরাকারবারিদের ওপর গোপনে নজর রাখছিলো জার্মানি। অবশেষে হামবুর্গ বিমানবন্দরে কন্টেইনার থেকে ১৬ টন কোকেইন উদ্ধার করে জার্মান শুল্ক বিভাগ। প্যারাগুয়ে থেকে মাদকের চালানটি পৌঁছায় দেশটিতে।

একইদিন, কোকেইনের আরেকটি বড় চালান জব্দ হয় বেলজিয়ামে। সেখানে উদ্ধার হয় ৭ টনের বেশি কোকেইন। চোরাকারবারের সাথে জড়িত একজনকে গ্রেফতার দেখানো হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য কয়েক হাজার কোটি ইউরো।

ইউএইচ/

Exit mobile version