হাতের নাগালেই বিশাল তিমি! বুধবার এমন বিরল দৃশ্যের দেখা মিললো ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সমুদ্রে।
তিমি গবেষকদের রাবারের নৌকার পাশেই চলে আসে একটি ‘হাম্পব্যাক’। মোবাইল দিয়েই বিশ্বের সবচেয়ে বড় প্রাণীটির ভিডিও ধারণ করেন আরোহীরা। তাদের ভয় পাইয়ে দিতেই যেন হালকা ধাক্কা দেয় তিমিটি।
সাধারণত একটি হাম্পব্যাক ৬০ ফুট পর্যন্ত লম্বা হয়; ওজন থাকে ৪০ টনের মতো। বাঁচে ৮০-৯০ বছর।
ইউএইচ/
Leave a reply