ব্যাংকক সফরে থাই নেতাদের সাথে বৈঠক করেছেন মিয়ানমার জান্তার নিয়োগকৃত নতুন পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইন।
বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক থাই কর্মকর্তারা নিশ্চিত করেন এ তথ্য। জানান, প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে উন্না মংয়ের। একই দিন থাইল্যান্ড সফর করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি। এক বিবৃতিতে মিয়ানমারের সব পক্ষকে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। তবে জান্তা প্রতিনিধিদের সাথে তার সাক্ষাৎ হয়েছে কি না তা নিশ্চিত নয়।
মিয়ানমারে চলমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদারে চেষ্টা করছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ আসিয়ানভুক্ত দেশগুলো। পশ্চিমাদের মতো নিষেধাজ্ঞা না দিয়ে, বিকল্প উপায়ে সমাধানের পথ খুঁজতে আলোচনার উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। যদিও একদিন আগেই পূর্বনির্ধারিত নেইপিদো সফর স্থগিত করেন রেতনো মারসুদি।
ইউএইচ/
Leave a reply