আখাউড়া প্রতিনিধি:
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সুজন মিয়া (৩৫) নামে এক যুবককে ভারতীয় মদসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে স্টেশনের দক্ষিণ আউটার এলাকা থেকে রেলওয়ে পুলিশ তাকে আটক করে। আখাউড়া রেলওয়ে থানা সূত্র জানায়, আটককৃত সুজন নিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দ পুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে।
গোপন সংবাদে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনে দক্ষিণ আউটার এলাকায় অভিযান চালায় টহলরত রেল পুলিশের সদস্যরা। এসময় ভারতীয় সিগনেচার রেড ও কিংফিশার নামে ৬ বোতল মদভর্তি ব্যাগসহ সুজন নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করে রেলওয়ে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে সুজন জানায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হবে বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আযম নিশ্চিত করেছেন।
Leave a reply