শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ফেডারেশন। শনিবার সকালে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ গেলে পুলিশি বাধার পর মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, এখন দেশের কোনো পেশার মানুষ নিরাপদ নয়; সকলের জীবনের নিরাপত্তা কেড়ে নেয়া হয়েছে। কারাগারেও মানুষ নিরাপদ নয়; তাই সেখানে লেখক মুশতাক আহমেদের মতো মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিক্ষোভ মিছিল থেকে গতকাল রাতে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়ার দাবিও করেন তারা।
এই কর্মসূচি থেকে ১লা মার্চ সারাদেশে বিক্ষোভ, স্বারাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও ও ৩ মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয় সংগঠনটি।
Leave a reply