আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৪ দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংস শেষে ১৬২ রানের বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ইনিংসে সফরকারী আইরিশদের দেয়া ১৫১ রানের জবাবে ৩১৩ রান তোলে জুনিয়র টাইগাররা। ইয়াসির আলি মিস করেছেন সেঞ্চুরি আউট হওয়ার আগে এই ব্যাটার করেছিলেন ৯২ রান। সাইফ হাসান ৪৯ ও হাসান মাহমুদ করেছিলো ৪২ রান। এছাড়া তানজিদ হাসান তামিম ৪১ আর তৌহিদ হৃদয়ের রান ৩৬। সফরকারীদের পক্ষে মার্ক আডায়ার ও গ্রাহাম হিউম নিয়েছেন তিনটি করে উইকেট।
১৬২ রানের লিড সামনে রেখে ব্যাট করতে নেমে তানভির ইসলামের বোলিংয়ের সামনে অসহায় হয়ে পরে আইরিশদের ব্যাটাররা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন ৩ উইকেট। এবাদত হোসেন নিয়েছেন ১ উইকেট। দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে আইরিসদের সংগ্রহ ৪ উইকেটে ৩৫ রান।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)
টস : আয়ারল্যান্ড উলভস
আয়ারল্যান্ড উলভস ১ম ইনিংস : ১৫১/১০ (৬৭ ওভার)
ক্যামফার ৩৮, টাকার ২০, ম্যাককলাম ১৯
তানভির ৫৫/৫, সাইফ ১৫/২, এবাদত ৩২/২, খালেদ ২০/১
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস : ৩১৩/১০ (৯০.৪ ওভার)
ইয়াসির ৯২, সাইফ ৪৯, জয় ৪১, তামিম ৪১, হৃদয় ৩৬, দিপু ২০, আকবর ১৯
আডায়ার ২২/৩, হিউম ৫৬/৩, গার্থ ৪৮/২
আয়ারল্যান্ড উলভস ২য় ইনিংস : ৩৫/৪ (২০ ওভার)
ডোহেনি ২০, টেক্টর ২*, ক্যামফার ২*
তানভির ৯/৩, এবাদত ১৭/১
আয়ারল্যান্ড উলভস ১২৭ রানে পিছিয়ে।
Leave a reply