Site icon Jamuna Television

২৯ পৌরসভা মধ্যে ২৬ টিতেই বেসরকারি ভাবে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীরা

পঞ্চম ধাপে ২৯ পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র পদে ২৬ টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ২টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
আর একটি পৌরসভায় জয় পেয়েছে বিএনপি।

ফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব-পুলিশের পাশাপাশি নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। পঞ্চম ধাপে ২৯ পৌরসভার সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম-এ ভোট নেয়া হয়।

Exit mobile version