আশুলিয়া থেকে অপহরণের ৫ দিন পর ৬ বছরের শিশু মোহাম্মদ আলীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব-৪। অভিযানে মো. জাকির হোসেন ও শান্ত মিয়া নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এসব কথা জানান। তিনি বলেন, মূলত শিশু অপহরণের উদ্দেশ্যেই সাভারের আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নেয় প্রতারক চক্র।
পরিকল্পনা অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি শিশু মোহাম্মদ আলীকে অপহরণ করে তারা। অপহরণের পর ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণও দাবি করে অপহরণকারীরা। পরে অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোনের সূত্র ধরে অপরাধীদের আটক করে র্যাব।
এ ঘটনার মূল অপরাধী সোহান এখনও পলাতক রয়েছে বলে জানানো হয় র্যাবের পক্ষ থেকে। এসময়, সাভারসহ বিভিন্ন এলাকা থেকে ৪ জঙ্গি গ্রেফতার করেছে র্যাব বলেও জানায়।
Leave a reply