আফগানিস্তানে গুলি করে হত্যা করা হয়েছে তিন নারী মিডিয়াকর্মীকে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরও একজন। মঙ্গলবার জালালাবাদে হয় এ ঘটনা।
কর্তৃপক্ষ জানিয়েছে, দু’টি পৃথক স্থানে হামলা চালানো হয় ওই নারীদের ওপর। নিহতরা হলেন- মুরসাল ওয়াহিদি, শাহনাজ ও সাদিয়া। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। একটি টেলিভিশন চ্যানেলে ডাবিংয়ের কাজ করতেন তারা। বাড়ি ফেরার পথে অতর্কিত গুলি করা হয় তাদের লক্ষ্য করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, আটক ব্যক্তির সাথে তালেবানের সম্পৃক্ততা রয়েছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনার দায় অস্বীকার করেছে তালেবান গোষ্ঠী।
আফগানিস্তানে বেশ কয়েক বছর ধরেই জঙ্গিদের হামলার টার্গেট হচ্ছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
ইউএইচ/
Leave a reply