প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের প্রমাণ মিলেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে।
একই সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তে অনিয়ম ও চুক্তি ভঙ্গের অভিযোগে ভিসি ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। যদিও এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন অভিযুক্ত উপাচার্য।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিষয়ে নাখোশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সাড়ে ৪৮ কোটি টাকা বরাদ্দে ১০ তলা ছাত্রী হল নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে চার তলা তৈরি হবার পর তা বন্ধ হয়ে যায়। এসব প্রকল্প ঘিরে বর্তমান উপাচার্যের অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে ইউজিসি। পরে দুটি আলাদা কমিটি প্রকল্পে অনিয়মের প্রমাণ পায়।
ইউএইচ/
Leave a reply