Site icon Jamuna Television

জামিনে মুক্তি পেলেন বার্সার সাবেক সভাপতি বার্তোমেউ

আটকের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি মারিও বার্তোমেউ ও তার সাবেক উপদেষ্টা হাউমে মাসফেরের। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে বলে জানিয়েছে আদালত।

বার্তোমেউ ও তার সাবেক উপদেষ্টা হাউমে মাসফেরেরকে মঙ্গলবার কাতালুনিয়ার আদালতে হাজির করা হয়। পরে ম্যাজিস্ট্রেট তাদের জামিনে মুক্তি দেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। পরবর্তীতে তারা বিচারকের সামনে সাক্ষ্য দেবেন।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিলেন বার্তোমেউ, গত ফেব্রুয়ারিতে এমন খবর বেরিয়েছিল। যদিও সে সময় তা অস্বীকার করেছিলেন তিনি।

ইউএইচ/

Exit mobile version