হঠাৎ করেই মিরপুরে হাজির রঞ্জিত ঠাকুর। পাঠকের মনে প্রশ্ন জাগতেই পারে কে এই ঠাকুর? রঞ্জিত ঠাকুর হলেন আইপিএলের দল রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান। তার সাথে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও পরিদর্শন করেছে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনার কথা বলেছেন, কথা বলেছেন টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়েও।
গণমাধ্যমের তিনি সে সময় বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশে ক্রিকেট একাডেমি তৈরি করতে চাই আমরা। যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো ভাবনার মধ্যেই আছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদগ্রীব হয়ে আছি আমরা।
আইপিএলের এবারের আসরে রয়্যালসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান, তাকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস। রঞ্জিত ভাট ঠাকুর বলেন, আশা করি পুরো আইপিএলেই দলের সাথে আমরা পাবো মোস্তাফিজুরকে। তবে দেশের ক্রিকেট বাদ দিয়ে আমাদের সাথে থাকুক সেটা কিন্তু চাচ্ছি না আমরা।
Leave a reply