রাজবাড়ী সংবাদদাতা:
যান্ত্রিক ক্রুটির কারণে বড় ৩টি ফেরি বিকল ও ১টি কে-টাইপ ফেরি অন্যরুটে স্থানান্তরিত করায় ফেরি সংকট দেখা দিয়েছে দেশের গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাথুরিয়া নৌরুটে।
ফলে ফেরির টিপ সংখ্যা কমে যাওয়ায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ঘাঁটে যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়ক এবং ঘাট থেকে ১৩ কিলোমিটার দুরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহন গুলোকে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকতে দেখা গেছে। সিরিয়ালে থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।
এদিকে ছোট গাড়ি ও যাত্রীবাহী পরিবহন দীর্ঘ অপেক্ষা ছাড়াই ফেরির নাগাল পেলেও দীর্ঘ অপেক্ষার পর ফেরির নাগাল পাচ্ছে পণ্যবাহী ট্রাক।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বড় রো রো ৩টি ফেরি মেরামতে রয়েছে। এছাড়া একটি ছোট কে-টাইপ ফেরি আরিচা-কাজিরহাট রুটে নিয়ে গেছে। ফলে দৌলতদিয়া-পাথুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা কমে গেছে। যার কারণে ফেরির টিপ সংখ্যাও কমেছে। যে কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে। বর্তমানে এ নৌরুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।
Leave a reply