আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’তে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় রাজি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র বলছে, তেহরান কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিলে আলোচনায় সহায়তার হাত বাড়িয়ে দেবে তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, এতদিন ইরান বলে আসছে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে কিন্তু তা পরিদর্শনের অনুমতি দেবে না। তাদের এমন সিদ্ধান্তে আমাদের চাপ অব্যাহত ছিলো। কিন্তু এখন যেহেতু রাজি হয়েছে আলোচনা করতে তাই আমরাও সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত রয়েছি। এ জন্য ইউরোপের তিন দেশকে সহায়তা করবো।
ইউএইচ/
Leave a reply