অনেকটা গোপনেই দেয়া হলো বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলা মামলার চার্জশিট।
১৮ জানুয়ারি মুখ্য মহানগর হাকিমের আদালতে ৯ জনকে আসামি করে এ চার্জশিট জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে চার্জশিটে মূল অভিযুক্তকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদি বদিউল আলম মজুমদার।
২০১৮ সালে ৪ আগস্ট জাতীয় নির্বাচনের ঠিক আগে মোহাম্মদপুরে সু-শাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় গিয়েছিলেন মার্শা বার্নিকাট ও কয়েকজন রাজনীতিবিদ। সেখান থেকে ফেরার সময় বাড়ির গেটেই হামলা হয় বার্নিকাটের গাড়ি বহরে। ভাঙচুর করা হয় বদিউল আলম মজুমদারের বাসার জানালা।
মোহাম্মদপুর থানায় করা মামলার তদন্তের দায়িত্ব পায় মহানগর গোয়েন্দা পুলিশ। দুই বছরের বেশি সময় তদন্ত শেষে চার্জশিট দেয় ডিবি। অভিযুক্ত করা হয় স্থানীয় ছাত্রলীগ নেতা নাইমুল হাসানসহ ৮ জনকে। চার্জশিটে উল্লেখ করা হয় সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে এমন সন্দেহেই সেখানে হামলা চালানো হয়। তবে মূল অভিযুক্তকে বাদ দেয়ায় এই চার্জশিটকে প্রহসনমূলক বলছেন মামলার বাদি।
আইনজীবীদের সাথে আলাপ করে চার্জশিটের বিরুদ্ধে নারাজির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান বদিউল আলম মজুমদার।
ইউএইচ/
Leave a reply