পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ডের এক খেলোয়াড়ের করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ আসায় সেটি পরিত্যক্ত করা হয়েছিল।
তবে করোনা সুরক্ষা মেনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুই দল। চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৬৩ রান তোলে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও সুমন খান। আয়ারল্যান্ডের হয়ে ৯০ রান করেন ওপেনার রুহান প্রিটোরিয়াস। আরেক ওপেনার জেমস ম্যাককলাম করেন ৪১ রান।
জবাবে, সফরকারীদের দেওয়া ২৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৭৯ রানে সাইফ হাসান ও তানজিদ হাসানকে হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। পরে জয়ের ৬৬, ইয়াসিরের ৩১ তৌহিদের ৩১ ও শামিম হোসেনের অপরাজিত ৫৩ রানের উপর ভর করে মাত্র দুই বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেলো বাংলাদেশ।
Leave a reply