লা লিগায় জয় বঞ্চিত হলো রিয়াল মাদ্রিদ

|

স্প্যানিশ ফুটবল লিগে ডার্বি মানেই আক্রমণ পাল্টা আক্রমণের ঝলকানি। তার ব্যতিক্রম হয়নি এবারও। রাতে, লা লিগা ডার্বিতে কেউই ছাড় দেয়নি কাউকে। প্রথম দিকে অ্যাটলেটিকো এগিয়ে থাকলেও শেষ মূহুর্তের স্কোরে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।

মাদ্রিদ স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে পিছিয়ে থেকেই অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। সেই কারণে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে মাঠে নামলেও উল্টে ম্যাচের ১৫ মিনিটে স্কোর করে অ্যাটলেটিকোকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। পরিকল্পনা ছিলো প্রথমার্ধে আরও এগিয়ে যাবার, কিন্তু রিয়ালের রক্ষণ ভাগের দৃড়তায় সেটি আর হয়নি। তবে পাল্টা আক্রমণও করেছে রিয়াল।

বিরতীর পরে মাঠে নেমে নিজেদের আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল। পাল্টা আক্রমণ করতে থাকে প্রতিপক্ষ শিবিরের ফরোয়ার্ডরাও। ম্যাচের ৮৮ মিনিটে হারের লজ্জা এড়ায় লস ব্লাঙ্কোস। ক্যাসেমিরোরা সাথে বোঝা পড়ায় স্কোর লাইন ১-১ করেন কারিম বেনজেমা।

এই ড্রয়ের ফলে ২৫ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৬ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তিনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply