Site icon Jamuna Television

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো যমুনা টেলিভিশন

নারী সহকর্মীদের সাথে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে যমুনা টেলিভিশন। সোমবার বিকেলে রাজধানীর প্রগতি সরণিতে যমুনা টেলিভিশন ভবনে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শুরুতেই নারী সহকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় প্রতিষ্ঠানটির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ বলেন, যমুনা টেলিভিশনের এগিয়ে চলায় নারী সহকর্মীর অবদান অনস্বীকার্য।

টেলিভিশনের যুগ্ম প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম জানান, নানা সঙ্কটেও নারী সহকর্মীরা সংবাদ সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেছে। শুধু সংবাদ সংগ্রহ নয়, সংবাদ প্রচারিত হওয়ার আগ পর্যন্ত নানা পর্যায়ে নারীরা দক্ষতার ছাপ রেখে যান।

Exit mobile version