স্টাফ রিপোর্টার:
যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, তুমি তো আমার আপন না’ আগডুম, বাগডুম ঘোড়া ডুম সাজে, এমন সব জনপ্রিয় গানের জনক গীতিকার ও সুরকার প্রদীপ গোস্বামী আর নেই।
মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে নাটোর শহরের কান্দিভিটুয়ায় নিজ বাসভবনে এই বিখ্যাত গীতিকবির অন্তর্ধান হয়। পরে দুপুর ৩টায় জেলার বড়হরিশপুর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলা গানের জগতে সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লাসহ বিখ্যাত সব শিল্পীরা তার লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন। গত ছয় বছর ধরেই তিনি ব্লাড ক্যান্সারে ও হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজীবন তিনি নিভৃতচারী ছিলেন।
Leave a reply