মিয়ানমারের কারাগারে আরও এক এনএলডি নেতার মৃত্যু

|

মিয়ানমারের কারাগারে আরও একজন এনএলডি নেতার মৃত্যু হলো। পুলিশের নির্যাতনে প্রাণ গেছে বলে দাবি পরিবার ও দলীয় নেতাকর্মীদের।

সোমবার গভীর রাতে জান্তার অভিযানে গ্রেফতার করা হয় তাকে। এ নিয়ে দুইদিনে দু’জন এনএলডি কর্মীর মৃত্যু হলো কারাবন্দি অবস্থায়।

এদিকে, মঙ্গলবারও জান্তা বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল মিয়ানমার। রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরের রাজপথে নামে হাজারো মানুষ। আন্দোলনকারীদের দমনে লাঠিচার্জ, টিয়ারগ্যাস, জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। চলে ধরপাকড়। গভীর রাত অব্দি সাঁড়াশি অভিযানে আটক করা হয় বহু মানুষকে।

এদিকে, দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ-সহিংসতায় এ নিয়ে প্রাণহানি দাঁড়িয়েছে ৬০ জনের ওপর। আটক হয়েছে ১৮শ’র কাছাকাছি আন্দোলনকারী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply