নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার সকাল থেকে থমথমে পৌর এলাকা। বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে ১ জন নিহত হয়। ১৩ জন গুলিবিদ্ধ’সহ আহত অন্তত ২৭।
পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদে রূপালী চত্বরে সভার আয়োজন করে দলটির একাংশ। সেখানে পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে রাত ৯টার দিকে জিরো পয়েন্টে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের নেতাকর্মীরা।
এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে রণক্ষেত্রে পরিণত হয় পৌর এলাকা। সংঘর্ষে আহতদের হাসপাতালে নেয়ার পর আলাউদ্দিন নামের একজন মারা যান।
ইউএইচ/
Leave a reply