‘তিন মাস আগেই দেশে নতুন ধরনের করোনা উপসর্গ পাওয়া গেছে’

|

তিন মাস আগেই দেশে নতুন ধরনের করোনা উপসর্গ পাওয়া গেছে; যা যুক্তরাজ্যের সাথে মিল রয়েছে। জিনোম সিকোয়েন্স করেই তা জানা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।

বুধবার সকালে মুগদা হাসপাতালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিই বলেন, সাইন্স ল্যাব, আইইডিসিআর, আইসিডিডিআরবিসহ বেশকটি ল্যাবে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। নতুন এই স্ট্রেইনের কারণেই সংক্রমণ বাড়ছে কিনা এ বিষয়ে কোনো গবেষণা নেই বলেও জানান তিনি। তবে মানুষ উদাসীনভাবে চলছে, সেকারণেও এটা হতে পারে।

এ সময় খুরশীদ আলম আরও বলেন, করোনার ভ্যাকসিন নতুন ধরনের করোনাকে প্রতিরোধ করতে সক্ষম। টিকা নেয়ার জন্য বয়সের সীমা এখনও কমানো হবে না। আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের টিকা প্রদানের আওতায় আনা হয়েছে বলেও জানান খুরশীদ আলম।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply