Site icon Jamuna Television

মাদরাসা ছাত্রকে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদরাসা ছাত্রকে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শিশুর অভিভাবকরা জানিয়েছেন, তাদের সন্তান মারকাযুল কোরআন ইসলামিক অ্যাকাডেমিতে ভর্তি ছিল। গতকাল ছেলেকে দেখতে গেলে অবুঝ শিশুটি বিদায়ের সময় বাবা-মা’র পিছু পিছু কিছুদূর চলে যায়। এই ঘটনায় মাদরাসা শিক্ষক ছাত্রটিকে ঘরে নিয়ে বেধড়ক মারধর করে।

ঘটনা জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই শিক্ষককে নিজ কার্যালয়ে নিয়ে যান এবং শিশুর অভিভাবকদের ডেকে পাঠান। কিন্তু শিশুর অভিভাবকরা জানান, শিক্ষকের আচরণে তারা ক্ষুব্ধ ও মর্মাহত হলেও কোনো আইনি পদক্ষেপ নিতে চান না। বরং অভিযুক্ত শিক্ষককে ক্ষমা করে দেয়া এবং তাকে মুক্তির জন্য লিখিত আবেদন করেন তারা।

ইউএইচ/

Exit mobile version