ক্ষ্যাপাটে আচরণের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর দু’টিকে সরিয়ে নেয়া হয়েছে হোয়াইট হাউজ থেকে। আপাতত বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে তাদের।
হোয়াইট হাউজের বাসিন্দা হবার পর বাইডেনের সাথেই এসেছিল মেজর ও চ্যাম্প নামের জার্মান শেফার্ড প্রজাতির কুকুর দু’টি।
সম্প্রতি কোনো এক নিরাপত্তা কর্মীকে কামড় দেয় ৩ বছর বয়সী মেজর, এমন তথ্য জানায় সিএনএন। যদিও আক্রান্তের বিষয়ে কিছু জানা যায়নি। এরপরই পুরোনো আবাসে পাঠিয়ে দেয়া হয় মেজর ও চ্যাম্পকে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জান সাকি। এর আগেও বিভিন্ন সময় মেজরকে উগ্র মেজাজে দেখা যায় বলে জানায় মার্কিন গণমাধ্যম।
Leave a reply