Site icon Jamuna Television

জার্মান দলে জোয়াকিম লো অধ্যায়ের সমাপ্তি

জার্মানি জাতীয় ফুটবল দলের সাথে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করছেন কোচ জোয়াকিম লো। জুন-জুলাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোর পর জার্মানির হেড কোচের চাকরি ছাড়বেন এই কোচ।

জোয়াকিম লো’র চাকরি ছাড়ার এই খবর নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, চুক্তি বাতিল করতে নিজেই প্রস্তাব দিয়েছেন এই কোচ। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও লো’র এই প্রস্তাব মেনে নিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।

২০০৬ সালে য়্যুর্গেন ক্লিন্সম্যানের উত্তরসূরি হিসেবে জার্মানির কোচের দায়িত্ব নেন লো। তার অধীনেই ২০১৪ সালে বিশ্বকাপ জেতে জার্মানরা। এর আগে দুই বছর সহকারী কোচ হিসেবে জাতীয় দলে কাজ করেছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version