ডিএসসিসি এলাকায় মশা আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে: তাপস

|

ডিএসসিসি এলাকায় মশা আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।

ডিএসসিসি এলাকায় মশা আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

রাজধানীর লক্ষ্মীবাজারে খেলার মাঠের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, সামনের দিনগুলোতে মশার প্রাদুর্ভাব আরও কমে আসবে।

মেয়র আরও জানান, ২৫ বছর ধরে বেদখল থাকা জায়গা দখলমুক্ত করে খেলার মাঠ নির্মাণ করেছে দক্ষিণ সিটি। রাজধানীর বিভিন্ন রাস্তার মোড় ও ফ্লাইওভারের নিচের দখল হওয়া জায়গা যান চলাচলের উপযোগী করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শুরু করতে যাচ্ছে করপোরেশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply