তিউনিসিয়া উপকূলে দু’টি নৌকাডুবিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ অভিবাসন প্রত্যাশীর। মঙ্গলবারের ঘটনায় উদ্ধার করা হয় ১৬৫ জনকে। নিখোঁজ অনেকে।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের চেষ্টা করছিলো অভিবাসন প্রত্যাশীরা। দুর্ঘটনার কবলে পড়লে এগিয়ে যায় তিউনিসিয়ার কোস্টগার্ড। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান। নিহতদের সবাই আফ্রিকার সাহারা অঞ্চলের বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশে অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় রুট হয়ে উঠেছে তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর সংলগ্ন সমুদ্রসীমা।
Leave a reply