পুলিশি নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল গ্রিস। মঙ্গলবার রাজধানী এথেন্সে বিক্ষোভের সময় ব্যাপক সহিংসতা হয়। পুলিশের সাথে দফায় দফায় সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা।
গত রোববার এথেন্সের নিয়া মিরনি এলাকায় নিরস্ত্র এক নাগরিককে মারধর করে পুলিশ। ওই ঘটনার ভিডিওফুটেজ প্রকাশ হলে ক্ষোভে ফেটে পড়ে শহরের মানুষ।
মঙ্গলবার রাস্তায় বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেয় তারা। এ সময় দায়িত্বরত এক পুলিশের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রোল বোমা ছোঁড়ে বিক্ষোভকারীরা। সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ৩ পুলিশ আহত হয়েছে।
এদিকে বিক্ষোভকারীদের হামলার মুখে পড়া পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a reply