জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণা ও সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্রের ৮ জনকে আটক করেছে সিআইডি। বুধবার দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সিআইডি কর্মকর্তা জানান, যশোর, মাগুরা ও রাজধানী থেকে জ্বিনের বাদশাহ পরিচয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। সদস্যরা জ্বিনের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি, সাদা কাগজে টাকা তৈরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। পরে পরিবারের ক্ষতির ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করে। অপর অভিযানে, ডিজিটাল প্রতারক চক্রের ৪ সদস্য আটক করা হয়। চক্রটি বিদেশ থেকে দামি উপহার ও চাকরি দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান সিআইডি কর্মকর্তারা।
Leave a reply