বসুরহাটে দু’জনের মৃত্যুতে আমরা লজ্জিত: আহমদ হোসেন

|

বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে একমাসের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এদের একজন সাংবাদিক ও অপরজন অটোরিকশা চালক। এই ঘটনায় ‘লজ্জিত’ জানিয়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

বুধবার রাতে যমুনা টেলিভিশনের টক শো ‘আমজনতা’য় উপস্থাপক রোকসানা আনজুমান নিকোলের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই সাংগঠনিক সম্পাদক বলেন, দু’জনের মৃত্যু খুব দুঃখজনক। আমরা এজন্য খুব ব্যথিত, লজ্জিত।  নিজের দায় ও বিবেক থেকেই সামনের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। স্পষ্টভাবে বলবো এখানে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।

তিনি বলেন, এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই দলকে ব্যবস্থা নিতে হবে। সেই সাথে অপরাধীদের বিরুদ্ধে মামলা হবে এবং প্রশাসন অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

যমুনা টিভির এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, বসুরহাটে যা হয়ে-গেছে সেটাকে আর বাড়তে দেয়া যাবে না এখনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ড এই ঘটনার ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত। সেই সাথে দলের সভাপতি শেখ হাসিনাও এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে বদ্ধপরিকর।



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply