যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদন পেলো ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা বিল। বুধবার, পার্লামেন্টের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদও দেয় ছাড়পত্র।
২২০-২১১ ভোটে পাস হয় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত তহবিল। কোন রিপাবলিকান আইনপ্রণেতা বিলটির পক্ষে জানাননি সমর্থন। সিনেটে আগেই পাশ হওয়া প্রস্তাবটি, এখন শুধু প্রেসিডেন্টের সইয়ের পর পরিণত হবে আইনে। শুক্রবার নাগাদ তাতে স্বাক্ষর করবেন জো বাইডেন- এমনটা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এরফলে, যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক ১৪শ’ ডলার করে অর্থ সহায়তার চেক পাবেন। এছাড়া, সেপ্টেম্বর পর্যন্ত, সপ্তাহে ৩শ’ ডলার করে বেকার ভাতা পাবেন কর্মহীনরা। করোনার ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে স্কুল, স্থানীয় প্রশাসন, রেস্টুরেন্ট ব্যবসা, এয়ারলাইন্সেও আর্থিক সহায়তার সিদ্ধান্ত আছে নতুন বিলে।
Leave a reply